আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলনের বড় সাফল্য হচ্ছে আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জন। প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি। মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। মানুষ এমন একটি ভোট চায়, যেখানে নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোটের ফলাফল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ পাবে। শুধু ভোটগ্রহন সুষ্ঠু হলে হবে না, ফলাফলও সুষ্ঠু হতে হবে। কারণ ভোট গ্রহনের পর পরাজয়ের ভয়ে ক্ষমতা লোভীরা নির্বাচনের সাথে জড়িতদের প্রভাবিত করে ফলাফল পাল্টিয়ে দেয়। এজন্য জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে ইসি ও প্রশাসনের সক্ষমতা যাচাই করতে চায়। এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের।
বৃহস্পতিবার রাতে জামায়াত ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।