পতিত ফ্যাসীবাদী সরকারের আমলে জামায়াত সকল প্রকার জুলুম-নির্যাতন উপেক্ষা করে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের মাধ্যমে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব।

তিনি আজ উত্তরা পূর্ব জোন জামায়াত আয়োজিত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জোন পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং টিম সদস্য মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উত্তরা পশ্চিম জোনের সরকারি পরিচালক মাহবুবুর রহমান মুকুল, জোন টিম সদস্য মোহামাদ আলী এবং উত্তরা পূর্ব জোনের সকল থানা আমীর এবং সেক্রেটারিবৃন্দ। শিক্ষা শিবিরে দারসুল হাদিস পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.মাওলানা কামরুল হাসান শাহিন।

মোহাম্মদ আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিলো না; এখনও নয় বরং এ আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন।নবী-রাসূলগণও এ নির্মম বাস্তবতা থেকে রেহাই পাননি। সে ধারাবাহিকতা থেকে বিশ্ব নবী (সা.) ও রেহাই পাননি বরং কাফিরদের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ জন্মভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করতে হয়েছিলো। কোন নির্মমতায় তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। আমাদের নেতারাও একই কারণে ফ্যাসীবাদী ও স্বৈরাচারি অপশক্তির জিঘাংসা ও প্রতিহিংসার শিকার হয়েছে। কিন্তু তারা অন্যায় ও অসত্যের কাছে কোনভাবেই অপোষ করেন নি বরং তারা হাসিমুখে ফাঁসির রশিকে বরণ করে নিয়েছে। তাই শহীদদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।