মুহাম্মদ আবদুল জব্বার
মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার নারায়ণগঞ্জের গণমানুষের নেতা। তিনি একাধারে শিক্ষাবিদ, সুলেখক, সমাজসেবক ও যুব সংগঠক। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময় থেকে এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার পর থেকে তিনি নানাভাবে আওয়ামী সরকারের নিপীড়ন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। এতো এসব বাধা সত্ত্বেও তিনি নারায়ণগঞ্জের মানুষের তারুণ্যদীপ্ত, দৃঢ় ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। এ অঞ্চলের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও ইতিবাচক পরিবর্তনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচন, জ্বলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা বিস্তার, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন । সর্বক্ষেত্রে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি দৃঢ় প্রত্যয়ী।
নারায়ণগঞ্জ–৪ সংসদীয় আসনের ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই মনে করেন যে, মাওলানা আবদুল জব্বার জনগনের সেবা করার সুযোগ পেলে তিনি এ অঞ্চলের মানুষের দুর্দশা লাঘব ও সার্বিক উন্নয়নে প্রত্যাশিত অবদান রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।