দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একসাথে দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনে কাজ করি। ঐক্যবদ্ধ জাতিই পারে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে।দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল সিদ্ধিরগঞ্জ থানা দায়িত্বশীল সমাবেশ পরবতী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জনাব বশিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,৩ আসনের প্রার্থী চোখটা ভালো থাকবে ড, ইকবাল হোসাইন ভুইয়া, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন,উত্তর থানা আমীর মোস্তফা কামাল, পশ্চিম থানা আমীর,মাহবুব আলম, পূর্ব থানা আমীর আলি আক্কাস, দক্ষিণ থানার আব্দুল গফুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।