আজ ৯ জানুয়ারি বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাংগঠনিক দক্ষিণ থানার উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গসহ দেশের অধিকাংশ জেলায় শৈত্য প্রবাহ চলছে, সচেতন প্রতিটি নাগরিকের মানুষের সেবায় মনোযোগী হওয়া উচিত। এসময় তিনি সমাজের বিত্তবানদেরকে অনুরোধ করে বলেন, সামর্থ্যের আলোকে আপনারা শীতার্ত মানুষেরর পাশে এসে দাঁড়ান। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আসুন আমরা মিলে মিশে সাজাই। কিছু কিছু জায়গায় নতুন চাদাবাজদের আনাগোনা দেখা যাচ্ছে, যারা এরকম চিন্তা করছেন তারা সাবধান ও সতর্ক হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সদর সাংগঠনিক দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান (টিটু), সেক্রেটারি আলী আহম্মদ, পরিকল্পনা, আইন ও প্রচার সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যাণ সম্পাদক আকতার হোসাইন, বাইতুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম, গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসান সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।