প্রশাসনের ঘাড়ে এখনো ফ্যাসিষ্টদের প্রেতাত্না ভর করে আছে!

আওয়ামী আমলে কোন মামলা ওয়ারেন্ট ছাড়াই গভীর রাতে জামায়াত-বিএনপিসহ বিরোধী মতের কাউকে গ্রেপ্তার করতে পুলিশ সামন্যতম সময়ক্ষেপণ করেনি,বরং বাড়ী-ঘর দরজা-জানালা ভেঙ্গে টেনে-হিচড়ে লাঞ্চিত-অপমানিত করে তাদের মা-বাবা স্ত্রী-সন্তানদের সামনে থেকে অমানবিক ভাবে নিয়ে গিয়েছে।

কিন্ত গতকাল দেখলাম নারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের
৫ হত্যা মামলার আসামী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেপ্তার করতে যথেষ্ট বিলম্ব করেছে, এই দূর্বলতার কারণ মানুষ জানতে চায় । তার চেয়েও সাংঘাতিক বড় প্রশ্নবিদ্ধ বিষয় হলো একজন খুনের আসামী কিভাবে গ্রেপ্তারের পূর্বে প্রেস ব্রিফিং করে?

এতে স্পষ্ট বুঝা যায় প্রশাসনের ঘাড়ে এখনো ফ্যাসিষ্টদের প্রেতাত্না ভর করে আছে!