নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফতুল্লা সাংগঠনিক থানার উদ্যোগে শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে পঞ্চবটী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় এই সমাবেশ আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের অধিকার ও কল্যাণের উপর জোর দিয়ে বলেন, "আল্লাহ বলেছেন শ্রমিকরা আমার বন্ধু।" ইসলামী শ্রমনীতি যদি কায়েম করা যায়, শ্রমিকও ভালো থাকবে, মালিকও ভালো থাকবে। বাংলাদেশে যদি ইসলামী আইন কায়েম হয়, এদেশের প্রত্যেকটি সেক্টর ভালো থাকবে।"

শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো শ্রমিক যেনো মালিকের ক্ষতি না করে এবং মালিকের প্রতি আহ্বান, শ্রমিকরা যেনো ন্যায্য অধিকার পায়।"
রাজনৈতিক প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমরা বার বার প্রতারিত হয়েছি, কিন্তু আমাদের মুলা ঝুলিয়ে রাখা হয়েছিলো। মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ ।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন।নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ।নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন। নারায়ণগঞ্জ জেলা জামায়াত সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক রিদওয়ানুল আজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা সাংগঠনিক পশ্চিম থানার জামায়াত আমীর মাওলানা নুরুল হক, ফতুল্লা দক্ষিণ থানার আমীর মাওলানা নাসির উদ্দিন, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ফতুল্লা পশ্চিম সভাপতি মোঃ নুরুল আমিন-এর সভাপতিত্বে এবং আবদুস সাত্তার-এর সঞ্চালনায় সমাবেশটি কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা শ্রমিকদের প্রতি শোষণ বন্ধ করে মানবিক জীবনমান নিশ্চিত করার আহ্বান জানান।