২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে এদেশের মানুষের রক্তের মধ্য দিয়ে নীল নকশা সাজিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা। ১১ অক্টোবর শুক্রবার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার তিনি আরো বলেন এই সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাং রোডে শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল কে কিভাবে প্রকাশ্য দিবালোকে লগি- বৈঠার তান্ডব চালিয়ে খুন করা হয়েছে আপনারা তার জ্বলন্ত স্বাক্ষী। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যারা লগি- বৈঠা নিয়ে মানুষ হত্যার যারা নির্দেশ দাতা এবং যারা খুনী প্রত্যেকের বিচার অতি দ্রুত কার্যকর করতে হবে।

462884861_880759097566392_849467051905819083_n


আর কোন খুনী যেনো কোন মায়ের বুক খালি করার দু:সাহস দেখাতে না পারে তা নিশ্চিত করতে হবে। ঢাকা সহ সারা দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তা শত শত মিডিয়ায় সরাসরি লাইভ প্রচার হয়েছে। তিনি আরো বলেন ৫ আগষ্টের আগে যদি কোন প্রোগ্রামের অনুমিত চাইতাম তখন প্রশাসন আমাদের বলতেন যে উপরের নির্দেশ অনুমতি দেওয়া যাবে না। তখন আল্লাহ তায়ালার দরবারের দিকে তাকিয়ে বলতাম হে আল্লাহ এই উপরের চাইতেও তো উপর আছে!
আজকে ৫ আগষ্ট নতুন করে আমাদের হৃদয়ের মধ্যে আরো মজবুত হয়েছে যে এই দুনিয়ার শক্তি কোন শক্তি নয় বরং আল্লাহ তায়ালার শক্তিই সবচেয়ে বড় শক্তি।

সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর আলহাজ্ব কফিল আহমাদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন পশ্চিম থানা আমীর মাহাবুব আলম, হাবিবুর রহমান, উত্তর থানা সেক্রেটারি সাইদুল হক, দক্ষিণ থানা সেক্রেটারি আবদুল গফুর আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদের সদস্য মাওলানা ইকবাল হোসাইন, মোহাম্মদ আলী, ডাঃ সাঈদ হোসেন, অধ্যাপক আবুল বাশার, মনির হোসেন হেলালী, আঃ রহিম অন্যন্য জামায়াত নেতৃবৃন্দ।