সোমবার ১৬ জুন বাদ মাগরিব ফতুল্লা থানা জামায়াতের অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির এবং নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তৃতায় আবদুল জব্বার বলেন আজ সারা পৃথিবীতে মানুষ দু' ভাগে বিভক্ত হয়ে আছে। এক দিকে মুসলিম উম্মাহ আর অন্য দিকে মুসলিম বিরোধী গোষ্ঠী।
আমাদেরকে সকল প্রকার হীনমন্যতা ভূলে মুসলিম উম্মাহর জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য লোকদের নেতৃত্বে এগিয়ে আনার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আমাদের জনশক্তিদের যোগ্যতা ময়দানে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করা গেলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ মাওলানা আব্দু মজিদ, মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দীন,গাজী আবুল কাশেম প্রমুখ।