বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার ৪নং ওয়ার্ডের উদ্দোগে শুক্রবার সকালে হাজী ফজলুল হক স্কুলের অডিটোরিয়ামে ওয়ার্ড সেক্রেটারী রফিকুল ইসলাম রানার পরিচালনায় এবং ওয়ার্ড সভাপতি শরিফুল আলম খোকনের সভাপতিত্বে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মঞ্জুর রহমান কোরাইশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদের সদস্য মাওলানা বশিরুল হক ভূইয়া, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাস রুম্মান, মাওলানা কবির হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, সাকিল আহম্মেদ, মোশাররফ হোসেন প্রমূখ।

প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন জামায়াত নেতাদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে যা মাওলানা এ টি এম আজহার ভাইয়ের খালাসের মাধ্যমে প্রমান হলো।অন্যায় ভাবে যারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, অন্যথায় সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার ব্যাহত হবে।

তিনি আরো বলেন জামায়াতে ইসলামী যারা করেন তারা চাঁদাবাজি করে না, ঘুষ খায় না, দূর্নীতি করেন না। সামনের নির্বাচনে ভালো মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তাহলেই জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রোগাম টি যথা সময়ে শুরু করতে পেরে প্রোগামের সভাপতি আল্লাহর শোকর ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।