২৩ আগস্ট শনিবার সকালে ফতুল্লা কায়েমপুর এলাকায় শহীদ তিতুমীর একাডেমী নারায়ণগঞ্জ এর পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ উন্নায়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার এসব কথা বলেন। তিনি বলেন” আমাদের দেশে যেন আর কেউ শিক্ষিত বেকার না থাকে। তাই আমাদের প্রত্যেকেই একাডেমীক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে করতে হবে।” এসময় তিনি আরো বলেন ”দেশের মানুষ আর কোন জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায়না। দেশের মানুষ এখন ইসলামীক ঐক্যের মাধ্যেমে শান্তুি চায়।”
এসময় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো শফিউদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এড. মো জাহাঙ্গীর দেওয়ান, আইনজীবী রাসেল প্রধান, ফতুল্লা ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বর নাজনীন আক্তার, সরকারী আইটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো আলমগীর কবির সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।