আলোচনা সভায় আমার বক্তব্য ছিল নিন্মরুপঃ
'গত ৫ আগস্টে ছাত্র-শ্রমিক-জনগণের ত্যাগের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ ।
দেশটা প্রকৃতপক্ষে পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বিভিন্নভাবে এই সমাজটাকে লিড করে। এখানে দেখা যাচ্ছে, বিগত ১৫ বছরে যারা যত বেশি চাঁদাবাজি করেছেন তারাই মেম্বার, চেয়ারম্যান, কমিশনার,সংসদ সদস্য বা সিটি করপোরেশনের মেয়র হয়েছেন। যারা মানুষের উপর জুলুম করেছেন, তারাই আমাদের নেতা হিসেবে এতদিন ছিলেন। কিন্তু আমরা তাদের অপকর্ম, অত্যাচারের জন্য নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করতে পারি নাই।’
তাই এখন একটি সুযোগ এসেছে, এই সমাজের জন্য, এই নারায়ণগঞ্জের জন্য। যারা নারায়ণগঞ্জের নেতৃত্বে আসবে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা নাগরিকবান্ধব, সৎ যোগ্য নেতা নির্বাচন করে বৈষম্যমুক্ত নারায়ণগঞ্জ গড়বো,ইনশাআল্লাহ ।
সর্বোপরি আমরা দুর্নীতিমুক্ত, খুন-সন্ত্রাস-মাদক মুক্ত, জুলুম মুক্ত, কিশোর গ্যাংমুক্ত, শিক্ষাবান্ধব, চিকিৎসা বান্ধব, যানযট মুক্ত আগামীর নাগরিক বান্ধব ঐক্যবদ্ধ বৈষম্যহীন নারায়ণগঞ্জ চাই।