নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর আয়োজনে, ইয়ূথ ফোরাম অব নারায়ণগঞ্জ এবং আন নূর সোসাইটির ব্যবস্থাপনায় আজ নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদের স্বরণে গরীব অসহায় অসুস্থ ব্যক্তিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত ক্যাম্প সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলমান ছিল। এতে প্রায় ৫৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এতে চিকিৎসকগণ প্রায় ৪ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন। সাথে বিনামূল্যে ঔষুধও সরবরাহ করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) সম্মানিত সভাপতি ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম।