২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আয়োজনে বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ডাঃ আলী আশরাফ খান , কর্মপরিষদ সদস্য এড. মাঈনুদ্দীন মিয়া, সাইফুদ্দিন মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা- কর্মী অনুষ্ঠান উপভোগ করেন।