গত ২০ ডিসেম্বর রাতে বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত হন বক্তাবলীর গোপালনগর গ্রামের আতাবর সরদারের একমাত্র ছেলে মাসুদ সহ তিন জন।

WhatsApp Image 2025-12-21 at 9.23.49 PM

২১ ডিসেম্বর বাদ আছর তাদের কবর জিয়ারত করেন ও নিহত মায়াউদের পরিবারের কাছে যান মাওলানা আবদুল জব্বার। এসময় জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেসময় নিহতের মা, বাবা, স্ত্রী সহ তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2025-12-21 at 9.28.52 PM