শুক্রবার বাদ জুমা' এনায়েতনগর জামাতের উদ্যোগে মুসলিম নগর নয়াবাজার এলাকায় খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামাতের আমির ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, তিনি বলেন ২৪ এর জুলাইয়ে যারা জীবন বাজি রেখে আমাদেরকে নতুন একটি স্বাধীন পরিবেশ এনে দিয়েছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, সেই সাথে যারা আহত হয়ে এখনো চিকিৎসারত আছেন তাদের সুস্থতার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আমরা আজকের অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ, আত্মমর্যাদা কখনো খাটো হতে দিব না, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই করে যাবো, যতদিন পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার অন্যায় দূরীভূত না হবে আল্লাহর দেয়া বিধান জীবন ব্যবস্থা পবিত্র কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে, বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে নিয়ে সংগ্রাম লড়াই চালিয়ে যাবে। আগামী নির্বাচনে সৎযোগ্য দেশপ্রেমীক ঈমানদার ব্যক্তিদের কে আপনারা ভোট দিবেন। আমরা একটি ভালো সমাজ যদি চাই তাহলে অবশ্যই ভালো মানুষদেরকে ভোট দিতে হবে। তাহলে সমাজে যত প্রকার অন্যায় আছে সব দূরীভূত হবে। আসুন আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামাতের পতাকাতলে একিভূত হই। ঐক্যবদ্ধভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, তিনি বলেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কোন রক্ত চক্ষু কে ভয় করিনা।

২৪ শে জুলাই আন্দোলনে যে সকল তরুণ ছাত্ররা জীবন বাজী রেখে লড়াই করেছেন তারা আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে আমরা সেই অনুপ্রেরণায় স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জীবন বাজী রেখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রোগ্রামের আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি জনাব আবু সাঈদ মুন্না, জেলা অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, ফতুল্লা থানা আমির নুরুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম এবং এনায়েত নগর ইউনিয়নের আমির মাওলানা ইউনুস সহ স্থানীয় ব্যক্তিবর্গ।