১৬ আগষ্ট শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া এক মিলনায়তনে ঢাকা অঞ্চল দক্ষিনের দুইদিন ব্যাপী সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে চাইলে একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

T.C-2

এসময় তিনি আরো বলেন আমরা দেখছি শুধু নৈতিক শিক্ষা না থাকায় পড়াশোনা শেষ করে চাকুরী না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে নানান অপরাধে ঝরিয়ে যাচ্ছে তরুন প্রজম্ম। এখান থেকে বের হয়ে আসতে হলে নৈতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে হবে। আর ইসলামী দল ক্ষমতায় আসলে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

T.C-3

এসময় নারায়ণগঞ্জ মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় দুইদিন ব্যাপী সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ অঞ্চলের শতাধিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন