বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর বাছাইকৃত কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত। মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮:০০ ঘটিকা থেকে কর্মশালাটি জু'মা পর্যন্ত চলমান থাকে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবদুল জব্বার বলেন আমাদের নিজেদের মান উন্নিত করতে হবে, পবিত্র রমজান আমাদের সামনে অপেক্ষমান, আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য রমজান মাসকে কাজে লাগাতে হবে, পবিত্র কুরআন মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য পাড়ায় মহল্লায় কোরআন তালিমের ব্যবস্থা করতে হবে, মানুষ যখন কোরআনের আলো পেয়ে যাবে তখন সমাজ এবং রাষ্ট্রে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে আর এই কাজের জন্য খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল দক্ষিণ সহকারী পরিচালক শ্রমিক নেতা এস এম সাজাহান, বিশিষ্ট শিক্ষানুরাগী উপদেষ্টা উমর ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফায়সুল, সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।