মহান ভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বই মেলার স্টল পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এই সময় তিনি বই মেলায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। তাঁর সাথে এই সময় সাথে ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এ এইচ এম নাসিরউদ্দিন, ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর এর সাবেক সভাপতি, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আবদুল মোমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক শফিউল ইসলাম, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কার্যক্রম আপডেট
নারায়ণগঞ্জ মহানগরী আমীরের বই মেলা পরিদর্শন
