বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ১৯ আগষ্ট মঙলবার সকালে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন জবাবদিহিতা ছাড়া আর কোন ধরনের খবরদারি করতে দিবেনা দেশের জনগণ। তিনি আরো বলেন এক শ্রেনীর মালিক আছে যারা শ্রমিকদের শোষণ করতেই থাকে, শুধু নিজের ভাগ্য পরিবর্তনের কথা ভাবে। শ্রমিকদের মান-উন্নায়ন ও কর্ম দক্ষতা উন্নায়নে নেই কোন ভূমিকা। শ্রমিকদের সজাগ থাকতে হবে, চাকুরীর হক আদায় করে শ্রম দিতে হবে আর আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠনে শ্রমিকদের এগিয়ে আসতে হবে।

নির্বাচন সামনে রেখে অনেকেই শ্রমিকদের কাছে যাবে কিন্তু নির্বাচন চলে গেলে তাদের কে ভুলে যাবে।
তাই ফ্যাসিস্টদের মতো যদি কেউ আবার আচরন করে তাদের বিরুদ্ধে জনগণ চুপ থাকবেনা।
কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন।
মহানগর সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসুল, সহকারী সাধারণ সম্পাদক এড. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন শহিদুল ইসলাম সহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
