১১ জানুয়ারি রবিবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন ছাত্র জনতার তাজা রক্তে যে নতুন বাংলাদেশ পেয়েছি আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেইদিকে খেয়াল রেখে হ্যাঁ ভোট দিয়ে ন্যায় ইনসাফের পক্ষে কাজ করতে হবে। তিনি আরো বলেন ফ্যাসিবাদের ফিরে আসার রাস্তা বন্ধ করতে হলে আমাদের অবশ্যই হ্যাঁ ভোটের ব্যাপারে জনগনকে সচেতন করতে হবে, পাশাপাশি যেখানে জামায়াতের নিজস্ব প্রার্থী এবং জামায়াত জোটের প্রার্থী আছে তাদের পক্ষে সর্বোচ্চ দিয়ে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।

একটি সুন্দর, সুস্থ ও ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মানে সকলের অংশগ্রন মুলক নির্বাচনে ভূমিকা রাখতে হবে।
এসময় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক ও হাফেজ আব্দুল মোমিন প্রমূখ।