হইচই গোলাগুলির শব্দে চতুর্দিকে যখন আতংক, সবার মধ্যেই কৌতুহল কী হচ্ছে বাহিরে! অন্যদের সাথে বাসার ছাদে যান দীপক কুমার গোপ এর ছয় বছরের প্রথম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী রিয়া গোপ। দীপক কুমার গোপ ছাদ থেকে তাঁর মেয়েকে কাঁধে নিয়ে বাসায় নিয়ে আসতে গেলে স্বৈরাচারী পুলিশের একটি গুলি নিষ্পাপ রিয়ার মাথা ভেদ করে বেরিয়ে যায়। সাথে সাথে রিয়া মৃত্যুর কোলে ঢলে পরে।। ২৭/১, নয়ামাটি ,দীনবন্ধু মার্কেট নারায়ণগঞ্জ এই বাসার ৪র্থ তলায় থাকতেন রিয়ার পরিবার। সেদিনের ছাত্র জনতাকে লক্ষ্য করে সন্ত্রাসী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়।

জামায়াতের পক্ষ থেকে পরিবারের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগরীর আমীর আবদুল জব্বার,সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন, শিবির মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিব, নারায়ণগঞ্জ সদর থানা আমির হাবিবুর রহমান স্থানিয় জামায়াতের নেতৃবৃন্দ।

রিয়া গোপের মা তাঁর একমাত্র কণ্যা শিশুকে হারিয়ে শোকে কাতর। তাঁর বৃদ্ধ দাদীও তাঁর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ে ।

মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, সকল অন্যায় ও জুলুমের বিচার একদিন হবেই হবে। তাঁর পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করেন।