বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির আবদুল জব্বার বলেছেন জামায়াতের নিবন্ধন আদালতের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ধারাবাহিকতা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। এর মধ্য দিয়ে জামায়াতের প্রতি অন্যায় এবং জুলুমের অবসান হবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে, সে জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আদালতের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ২৪ শের জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং বিগত ফ্যাসিবাদের দীর্ঘ লড়াই এবং সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে সকলের যথাযথ মর্যাদা মহান আল্লাহর কাছে কামনা করছি। আদালতের এই রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং আদালত কর্তৃক এটি এম আজহারুল ইসলামের বেকসুর খালাসের মধ্য দিয়ে বিগত দিনের সকল অন্যায় জুলম ও প্রপগান্ডা মিথ্যা প্রমাণিত হয়েছে। জামায়াত কোন অন্যায়ের সাথে জড়িত নয় তা প্রমানিত হয়েছে, আরো বেশী জামায়াতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে।
আদালতের এই রায় বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। মাওলানা আবদুল জব্বার আরো বলেন, মিথ্যা কখনো বিজয়ী হতে পারেনা। সত্যের বিজয় সবসময়ই, যদিও সাময়িক তা দৃশ্যমান নয়। রবিবার স্থানীয় জামায়াতের মহানগরীর অফিসে মহানগরী জামায়াতের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও তৃনমুল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসকল কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসেন ও এইচ এম নাসির উদ্দিন। মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ ও থানা থানা নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।