শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেছেন, বিগত ১৫ বছরে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে বিভিন্নভাবে গুম করা হয়েছে। আর এই গুমের নায়ক হচ্ছে শেখ হাসিনা। তার পেটোয়া বাহিনী পুলিশকে অপব্যবহার করে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।

মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘আমাদের এই হিসাবের বাইরেও বিএনপিসহ অন্যান্য সংগঠনেরও এরকম অনেকেই গুম হয়েছেন। এখানে মামলা হয়েছে হাজারের অধিক। আসামি করা হয়েছে অন্তত লক্ষাধিক।

৩৬ জুলাইয়ে আমাদের হিসাবমতে, নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন ৫৪ জন। নাম না জানা আরও কতজন শহীদ হয়েছেন, সেটা আমাদের কাছে নেই। এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২শ জন। যারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করছেন।

তিনি আরও বলেন, ‘ভয়াল জুলুম নির্যাতনের পর আমরা একটি দেশ পেয়েছি। শেখ হাসিনার রিজিমের পতন হয়েছে। বাংলাদেশে এরকম অত্যাচারী রিজিম গড়ে উঠতে দেবো না। আমরা কষ্টে ছিলাম কিন্তু আইন হাতে তুলে দেয়নি। আমাদের ইসলাম এবং দল ধৈর্য ধারণ করা শিখিয়েছেন।

আশা করছি, নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে। আমরা হাসিনার বিচার নিশ্চিত করবো।’