বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার উদ্যোগে ১৬ জুলাই বুধবার বাদ আসর আদমজী, এসও, শিমুলপাড়া, সোনামিয়া মার্কেট এলাকায় গণসংযোগ করেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ।




জনসংযোগ কালে বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আমাদের কি অপরাধ ছিলো? আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করাই কি আমাদের অপরাধ। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশ গড়ার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। এসময় বিহারি ক্যাম্প এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।



গণসংযোগ পরবর্তী নতুন বাজার অস্থায়ী মসজিদে বক্তৃতা কালে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে হক কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল এই জমিন, আমাদের মেরুদণ্ড সোজা করে দাড়াতে হবে, বিশ্বনবী নবী হযরত মুহাম্মদ সা: বলেন, কোথাও যদি অন্যায় দেখতে পাও তাহলে প্রতিবাদ করবে।.এছাড়াও কোরআনের একটি আয়াতের বাংলা অনুবাদ করেন যে, আল্লাহ বলেন, কোনো জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না। তাই আপনারা সৎ লোকের শাসন ও আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।


নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পূর্ব থানা আমীর আলী আক্কাস রুমন, সেক্রেটারি শহিদুল ইসলাম, নায়েবে আমীর আবদুল গফুর, ৬ নং ওর্য়াড সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।