সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশবাসী শ্রদ্ধাভরে স্মরন করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সমবেদনা।

৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এক শোক বার্তায় মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে

আল্লাহ তা'য়ালা তার প্রতি রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা মরহুমার আত্নার মাগফিরাত কামনা করছি। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ তা'য়ালা সবরে জামিল দান করুন। আমিন।