বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন হার্ট অ্যাটাক করে ১৭ ডিসেম্বর সকাল ১০:০০টায় ৬৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬:০০টায় সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে জানাযা শেষে তাঁকে সরকারপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলনা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।