ময়মনসিংহে দিপু দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। আজ এক যৌথ বিবৃতিতে মহানগরী জামায়াতের পক্ষ থেকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

​বুধবার (২৪ ডিসেম্বর) বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "ময়মনসিংহে দিপু দাসের ওপর যে বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। একজন মানুষকে এভাবে পিটিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না।

জামায়াত নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন যে, দেশে আইনের শাসন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে এই ধরনের প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি। কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তি যেন আইন নিজের হাতে তুলে নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে না পারে, সেদিকে প্রশাসনকে কঠোর নজর দিতে হবে।নেতৃবৃন্দ নিহত দিপু দাসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের ধৈর্যের সাথে এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।