১২ ডিসেম্বর শুক্রবার সকালে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচন কমিশনার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের জন্য নিজে উপস্থিত থেকে নিজ দলীয় পোস্টার ব্যানার এবং ফেস্টুন খুলে ফেলেন।

WhatsApp Image 2025-12-12 at 2.40.53 PM

উল্লেখ্য গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় আর নির্বাচনী বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষেই প্রার্থীর প্রচারণা সামগ্রী দলীয় নেতা কর্মীদেরকে সরিয়ে ফেলার নির্দেশ দেন, সেই নির্দেশ নিজেই সরাসরি মাঠে থেকে কর্মীদের সাথে বাস্তবায়ন করছেন। এসময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সু-শৃংখল ও ফেয়ার করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন কে সর্বাত্মক সহযোগিতা করবো।

সেই সাথে আশা করবো প্রতিটি গনতান্ত্রিক দল যার যার জায়গা থেকে সুষ্ঠু সুন্দর নির্বাচনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে।

WhatsApp Image 2025-12-12 at 2.40.51 PM

সাথে সাথে তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেন লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে যা করা দরকার তা ই করবেন।

মাওলানা আবদুল জব্বার যখন নিজ প্রচার সামগ্রী সরিয়ে নিচ্ছিলেন তখন তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।