আজ ১৬/৫/২৫ তারিখ জুম্মাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানা থানা শাখার উদ্যোগে দিন ব্যাপী "কর্মী শিক্ষা শিবির "অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স়ভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মুহতারাম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ। প্রধান অতিথির বক্তৃতায় মাও: মঈনুদ্দিন আহমাদ বলেন, "এদেশে সম্পদ ও প্রচ্যুর্য রয়েছে , সৎ নেতৃত্বের বড় অভাব। যোগ্য খোদাভীরু নেতৃত্ব ছাড়া জনগণের প্রকৃত কল্যাণ সাধিত হবে না।তাই, সৎ যোগ্য হয়ে তোমাদেরকে গড়ে উঠতে হবে। ঐশী জ্ঞান অর্জন করে তার আলোকে ব্যক্তি, পরিবার , সমাজ রাষ্ট্র গঠন করতে হবে, ধর্মীয় গন্ডিতে সৎ থাকা যত সহজ প্রশাসনে তত সহজ নয়"। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর কেন্দ্রীয় ও মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী মুহতারাম ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী এইচ এম নাসিরুদ্দিন ও মহানগরী ওলামা বিভাগের সভাপতি মওলানা সাইফুদ্দিন মনির ও মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার সাবেক আমীর ফরিদ উদ্দিন আহমদ ।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, "ভ্রাতৃত্ব সম্পর্ক দৃঢ় রাখতে অপর মুসলমান ভাইকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, এমন কোন কাজ করা যাবেনা যাতে সম্পর্ক বিনষ্ট হয়"।

Workshop-2

এইচ এম নাসির উদ্দিন সকল অপপ্রচার সম্পর্কে রাসুলের নিয়মনীতি অনুসরণ করার জন্য দারসুল কুরআনের মাধ্যমে আহবান জানান।

বিশেষ অতিথি মাওলানা সাইফুদ্দিন মনির ইসলামি আন্দোলনে ত্যাগ কুরবানীর গুরত্ব,ও করনীয় সম্পর্কে আলোচনা পেশ করেন। তিনি বলেন জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগ কুরবনী অপরিহার্য।

উক্ত প্রোগ্রামে নারায়ণগঞ্জ পূর্ব থানা সহকারী সেক্রেটারী মাও: নজরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মওলানা নুরুল ইসলাম, বিএম সম্পাদক জনাব আক্তারুজ্জামান , আবদুস সাত্তার মল্লিক প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।