১৪ ডিসেম্বর রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী
জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, দেশ ও জাতিকে মেধা শূন্য করার জন্যই আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এসময় তিনি আরো বলেন বিগত দিন গুলোতে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় কোটা জাতিকে মেধা শূন্য করেছে, পাশাপাশি হীন স্বার্থে গোটা দেশকে দ্বিধাবিভক্ত করে রেখেছে দিনের পর দিন। চব্বিশের আন্দোলনে জনগণ যে বাংলাদেশ প্রত্যাশা করেছিল। তা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও জনমনে চাপা ক্ষোভ।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।