আমরা আল্লাহর আদেশ নিষেধ নিজের ইচ্ছে হলে পালন করি ইচ্ছে না হলে পালন করিনা। আমরা নফসের গোলামী করি। যারা আল্লাহর কাছে আত্নসমর্পন করেছি তারাতো নফসের গোলাম হওয়ার কথা ছিলোনা! আমাদের ক্বলবের উপর আল্লাহর গোলামীর পরিবর্তে শয়তানের গোলামীর প্রভাব বিস্তার করেছে। যার কারণে আমাদের দ্বীনের হুকুম-আহকাম ভালো লাগার পরিবর্তে শয়তানের রীতি-রেওয়ায়েজ ভালো লাগে। অথচ ভুলেই গিয়েছি আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) যা পছন্দ অপছন্দ করেন তাই আমার আপনার পছন্দ-অপছন্দ হওয়ার কথা । এইটাই আমার জন্য গৌরবের সম্মানের মর্যাদার ও প্রশান্তির। কিন্তু কেন আমরা সাময়িক চাকচিক্যময় মরিচিকার পেছনে নিজের অজান্তে ছুটছি! একটু কী ভেবেছি? আমরা কেন সাময়িক সুখের জন্য আসল সুখের গন্তব্যের কথা বেমালুম ভূলে গেলাম? আল্লাহ তা'য়ালা তাঁর বান্দাদের প্রশ্ন করে বলেছেন-“হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? “(সুরা ইনফিতর-৬)।

আল্লাহ তাঁর বান্দাদের আরো বলেছেন- "তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর কে আছে এমন যে, আল্লাহর চেয়ে অধিক রঙিন" (সুরা বাকারা ১৩৮)।