নারায়ণগঞ্জের কিছু স্থানীয় পত্রিকা দেখলাম জামায়াতের পি আর পদ্ধতিতে নির্বাচন চাওয়া নিয়ে নেগেটিভলি খুব সরব। তারা বলছে জামায়াত একদিকে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে আরেক দিকে পিআর চাচ্ছে! এটি একটি দলের ২টি রুপ বলে তারা আখ্যায়িত করছে। তাদের সমালোচনাকে ওয়েলকাম জানাই।

আশাকরি চলমান পদ্ধতিতে নির্বাচন হলে সন্ত্রাস/কালো টাকার অপব্যবহার ও স্বৈর শাসকের উত্থানসহ আরো কি কি সমস্যা সৃষ্টি হতে পারে তাও নিউজ করবেন। প্রতিটি বিষয়েরই পজেটিভ নেগেটিভ দিক থাকে। এটিও এর ব্যতিক্রম নয়।

আমরা নির্বাচন চাই তাই আমরা নির্বাচনের মাঠে জনগনের কাছে আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি। প্রার্থী যিনিই হোক না কেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এটির রুপ রেখা কি হবে তা চুড়ান্ত ভাবে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হবে। এখুনি টু-দ্যা পয়েন্ট সব বলা যাচ্ছেনা।

সাংবাদিক ভাইদের জনগনের মাঝে জন জরিপ নেয়ার পরামর্শ দিতে চাই। জনগণ কি চায়? বিগত ৫৩ বছরে যতগুলো নির্বাচন হয়েছে হলফ করে কেউ কী বলতে পারবেন নির্বাচন শতভাগ সুষ্টু হয়েছে। এটির প্রকৃত কারণ হলো দেশের প্রচলিত নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার মারাত্নক ভাবে অপ ব্যবহার হয়। এসব কারণে প্রশাসন কারো কারো পক্ষে অবস্থান নিতে দেখা যায় । তাই দেশে যাই ঘটুক আমরা বলছি সিংহভাগ মানুষের মতামতকে সম্মান করুন। যাতে সন্ত্রাস/কালো টাকার দৌরাত্ব বন্ধ হয়। চিরতরে একনায়ক তন্ত্র বা স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পায়।

-মুহাম্মদ আবদুল জব্বার