লেখালেখি
শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ (র) দৃঢ় অথচ তিনি কত উদার মহান - মুহাম্মদ আবদুল জব্বার
তখন আমি চট্টগ্রাম কলেজ শাখার ছাত্রশিবিরের সেক্রেটারী। আমরা কলেজ প্রিন্সিপাল অধ্যক্ষ জসিম উদ্দিন স্যারসহ সিদ্ধান্ত নিলাম সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে নবীন বরণ এ দাওয়াত করব। তিনি সরকারী সফরে চট্টগ্রাম আসলে চট্টগ্রাম সার্কিট হাউজে আমাদের কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক ফজলুল করিম, কলেজ শাখার তৎকালীন সভাপতি মাহবুবুর রহমান ভাইসহ আমরা সাক্ষাৎ করতে যাই। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন ছাত্রদের এ ধরণের অনুষ্ঠানে আসতে তিনি তেমন পছন্দ করেন না। আর আমরা যে সময়টি প্রোগ্রামের জন্য ধার্য্য করেছিলাম তখন ওনার জন্য সময় করে নেয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন, আমরা তখন সাময়িকভাবে একটু মন খারাপ করে ছিলাম। তিনি আমাদের দাওয়াত নিলেন না। পরে অবশ্য তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ডাঃ ওসমান ফারুককে আমাদের অনুষ্ঠানের মেহমান হিসাবে ঠিক করে দিয়েছিলেন।
