নির্বাচনের পূর্বেই লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী না করলে দেশের মানুষের প্রত্যাশিত নেতা নির্বাচিত করা সম্ভব হবেনা। আবার নব্য ফ্যাসিষ্টরা মানুষকে জিম্মি করে বছরের পর বছর কষ্ট দিবে।
লেবেল প্লেয়িং ফিল্ড তৈরীর জন্য প্রয়োজন
* নিরপেক্ষ জনপ্রশাসন (ডিসি,ইউএনও)
* নিরপেক্ষ পুলিশ প্রশাসন (এসপি,ওসি,এস আই) সহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসন।
* কালো টাকার দৌরাত্ন রোধ
* সন্ত্রাস মুক্ত পরিবেশ।
উপরোক্ত বিষয় গুলোকে রাষ্ট্র দল নিরেপেক্ষ সুনিশ্চিত করতে হবে। এসব ঠিক ঠাক করে নির্বাচন অনুষ্ঠিত না হলে তা জাতির জন্য ভালো কোন ফল বয়ে আনবেনা
তাই দেশ জাতির প্রয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল গুলোর ঐক্যবদ্ধ ভাবে কাজ করা দরকার।